সিরিয়া হয়ে অস্ত্র সরবরাহের পথ বন্ধ হয়ে গেছে: হিজবুল্লাহ প্রধান

নাঈম কাশেম। ফাইল ছবি: সংগৃহীত
নাঈম কাশেম। ফাইল ছবি: সংগৃহীত

বাশার আল-আসাদের পতনের পর সিরিয়া হয়ে অস্ত্র সরবরাহের পথ বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন হিজবুল্লাহ প্রধান নাঈম কাশেম।

রোববার বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আসাদের পতনের পর শনিবার প্রথম জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখেন নাঈম কাশেম। তিনি বলেন, 'হ্যাঁ, সিরিয়ার মধ্য দিয়ে সামরিক অস্ত্র সরবরাহের যে পথ ছিল হিজবুল্লাহর, তা এখন আর নেই। পরিবর্তিত এই অবস্থার সঙ্গে মানিয়ে নিতে হবে আমাদের।'

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, আসাদের শাসনামলে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর অস্ত্র এবং সামরিক সরঞ্জাম সরবরাহের একটি গুরুত্বপূর্ণ রাস্তা ছিল সিরিয়ার মধ্য দিয়ে। হিজবুল্লাহর কাছে পাঠানো সরঞ্জামগুলো ইরান থেকে ইরাক ও সিরিয়া হয়ে লেবাননে পৌঁছাত।

কিন্তু ৬ ডিসেম্বর আসাদবিরোধী যোদ্ধারা ইরাক সীমান্ত দখল করে এই রাস্তা বন্ধ করে দেয়। এর দুইদিন পর বিদ্রোহীরা রাজধানী দামেস্কের দখল নেয়।

কাশেম আশা প্রকাশ করে বলেন, 'সামনে কোনো নতুন সরকার আসতে পারে এবং এই রাস্তা আবার স্বাভাবিক হয়ে যেতে পারে। অথবা আমরা কোনো বিকল্প রাস্তার খোঁজ করতে পারি।'

'তবে আমরা আশা করি (সিরিয়ার) নতুন শাসক গোষ্ঠী ইসরায়েলকে শত্রু হিসেবে বিবেচনা করবে, তাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না,' যোগ করেন তিনি।

হিজবুল্লাহ দীর্ঘদিন আসাদ সরকারকে সমর্থন দিয়ে গেছে। আসাদবিরোধী বিদ্রোহীদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধও করেছে তারা।

আসাদ পরিবারের ৫৩ বছরের শাসন শেষে সিরিয়ার ক্ষমতা দখল করেছে হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) নেতৃত্বাধীন বিদ্রোহীরা। তুরস্কের সমর্থনপুষ্ট এই বিদ্রোহীরা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ইঙ্গিত দিয়েছে।

Comments

The Daily Star  | English

Injured uprising protesters block Mirpur Road

Injured protesters from last year's mass uprising blocked Mirpur Road demanding medical treatment and rehabilitation

54m ago