‘ইহুদীবিদ্বেষ’র অভিযোগ তুলে আয়ারল্যান্ডে ইসরায়েলের দূতাবাস বন্ধ
আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে আসা গণহত্যার অভিযোগকে সমর্থন ও 'কট্টর ইহুদীবিদ্বেষী' নীতির অভিযোগ এনে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে দূতাবাস বন্ধ করার ঘোষণা দিয়েছে ইসরায়েল।
আজ রোববার গার্ডিয়ান ও টাইমস অব ইসরায়েল থেকে এ তথ্য জানা যায়।
ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে অবস্থান নেওয়া ইউরোপের গুটিকয়েক দেশের মধ্যে একটি আয়ারল্যান্ড। গাজায় ইসরায়েলের গণহত্যার মাঝে গত বছর স্পেন ও নরওয়েকে নিয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় দেশটি। গত সপ্তাহে পার্লামেন্টে ভোটের মাধ্যমে আইসিজেতে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার আনা গণহত্যার অভিযোগকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড।
এসব কারণে সম্প্রতি ইসরায়েল ও আয়ারল্যান্ডের কূটনৈতিক সম্পর্কে তীব্র টানাপড়েন দেখা দিয়েছে।
দূতাবাস বন্ধের ঘোষণা দিয়ে সেই সম্পর্ক ছিন্ন করার পথেই হাঁটা শুরু করেছে ইসরায়েল।
আয়ারল্যান্ড সরকারের বিরুদ্ধে 'ইহুদিবিদ্বেষী উদ্যোগ ও বক্তৃতা' দেওয়ার অভিযোগ এনে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সা'র বলেন, 'ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের সব সীমা লঙ্ঘন করে ফেলেছে আয়ারল্যান্ড।'
'ইসরায়েল ও ইহুদীবিদ্বেষী উদ্যোগ' হিসেবে বিশেষ করে আইসিজেতে গণহত্যার অভিযোগকে সমর্থন দেওয়ার বিষয়টি উল্লেখ করেন সা'র।
তিনি আরও বলেন, 'মনে করিয়ে দিতে চাই, এর আগে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ায় ডাবলিনে ইসরায়েলের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করা হয়েছিল।'
ইসরায়েলের এই দূতাবাস বন্ধের ঘোষণাকে 'দুঃখজনক' আখ্যা দিয়েছেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস।
Comments