ইলন মাস্কের রকেটে ভারতের অত্যাধুনিক স্যাটেলাইট মহাকাশে

ইলন মাস্কের রকেটে ভারতের স্যাটেলাইট মহাকাশে। ছবি: স্পেস এক্সের ভিডিও থেকে স্ক্রিনশট
ইলন মাস্কের রকেটে ভারতের স্যাটেলাইট মহাকাশে। ছবি: স্পেস এক্সের ভিডিও থেকে স্ক্রিনশট

ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান স্পেস এক্স সাফল্যের সঙ্গে ভারতের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ইসরোর সবচেয়ে অত্যাধুনিক যোগাযোগ স্যাটেলাইট 'জিস্যাট-এনটু'কে মহাকাশে পাঠিয়েছে।

আজ মঙ্গলবার ফ্লোরিডার ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে স্পেস এক্সের রকেট উৎক্ষেপণের মাধ্যমে পৃথিবীর কক্ষপথে এই স্যাটেলাইট পাঠানো হয়েছে, যার মাধ্যমে ভারতের প্রত্যন্ত অঞ্চলে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা দেবে কতৃপক্ষ।

ইসরোর বিবৃতির বরাত দিয় এই তথ্য জানিয়েছেন দ্য ডেইলি স্টারের নয়াদিল্লি সংবাদদাতা।

চার হাজার ৭০০ কেজি ওজনের স্যাটেলাইটটি ৪৮ জিবিপিএস (গিগাবাইট পার সেকেন্ড) গতিতে ডাটা আদানপ্রদান করতে পারে।

এটি একই সঙ্গে ফ্লাইট চলাকালীন সময় উড়োজাহাজে ইন্টারনেট সেবা দেবে।

স্পেস এক্সের ফ্যালকন নাইন রকেটের মাধ্যমে এই স্যাটেলাইটটি কক্ষপথে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ইসরো।

ইসরোর বাণিজ্যিক শাখা নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক রাধাকৃষ্ণান দুরাইরাজ এনডিটিভিকে বলেন, একটি সুনিদৃষ্ট কক্ষপথে জিস্যাট এনটু (জিস্যাট ২০ নামেও পরিচিত) স্যাটেলাইটটিকে বসানো হয়েছে।

এই স্যাটেলাইট ১৪ বছর কার্যকর থাকবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

ভারতের স্মার্ট সিটি মিশনের অংশ হিসেবে যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন ও উচ্চগতিতে ডাটা আদানপ্রদানের চাহিদা মেটাবে এই স্যাটেলাইট ও এই সিরিজের পরবর্তী স্যাটেলাইটগুলো।

Comments

The Daily Star  | English

National polls: BNP to keep pressing govt for roadmap

Despite government assurance of polls by December, the BNP would be pushing for prompt announcement of the election roadmap as it believes a quarter is out to delay the polls.

5h ago