সাহিত্যে নোবেল পেলেন দক্ষিণ কোরিয়ার লেখক হান ক্যাং

হান ক্যাং। ছবি: নোবেল প্রাইজের ওয়েবসাইট

দক্ষিণ কোরিয়ার লেখক হান কাং এ বছর সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল ৫টায় সুইডিশ একাডেমি তার নাম ঘোষণা করে।

নোবেল পুরস্কার কর্তৃপক্ষ জানিয়েছে, মানব জীবনের দুঃখ-কষ্ট কাব্যিকভাবে রূপায়ন করার স্বীকৃতি হিসেবে হান কাংকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

হান কাং প্রথম আলোচনায় আসেন ২০১৫ সালে তার 'দ্য ভেজিটেরিয়ান' উপন্যাসের জন্য। ২০১৬ সালে তিনি বইটির জন্য ম্যান বুকার পুরস্কারে ভূষিত হন।

গত বছর সাহিত্যে নোবেল পুরস্কার পান নরওয়ের লেখক ইয়ন ফসে।

হানের জন্ম ১৯৭০ সালে দক্ষিণ কোরিয়ার শহর গোয়াংজুতে। নয় বছর বয়সে তিনি পরিবারের সঙ্গে সিউলে যান। তার পরিবার ছিল সাহিত্য অনুরাগী। তার বাবা একজন স্বনামধন্য ঔপন্যাসিক। 

লেখালেখির পাশাপাশি হান কাং শিল্প ও সঙ্গীতের সঙ্গেও যুক্ত ছিলেন। তার সাহিত্যের মধ্যেও তা ফুটে উঠেছে।

রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস ১৯০১ সাল থেকে প্রতিবছর এই পুরস্কার প্রদান করে। প্রত্যেক ক্ষেত্রে পুরস্কার বিজয়ীরা একটি পদক এবং ১১ মিলিয়ন সুইডিশ ক্রাউন (প্রায় ১ মিলিয়ন মার্কিন ডলার) পান।

নোবেল পুরস্কার প্রবর্তন করেন সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেল। তার ইচ্ছা অনুসারে প্রতিবছর এই পুরস্কার দেওয়া হয়। চিকিৎসা, পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতিতে গবেষণা, উদ্ভাবন ও মানবতার কল্যাণে যারা অবদান রাখেন তাদেরকে এই পুরস্কারে ভূষিত করা হয়। এটি বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার হিসেবে স্বীকৃত।

 

Comments