ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলায় সমর্থন দেবো না: বাইডেন

জো বাইডেন। ছবি: এপির সৌজন্যে

ইসরায়েলে তেহরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইরানের পারমাণবিক স্থাপনায় যেকোনো হামলার বিরোধিতা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গতকাল সাংবাদিকরা বাইডেনের কাছে জানতে চান, ইসরায়েল যদি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করতে চায়, তাতে আপনি সমর্থন দেবেন কি না? বাইডেন সোজাসাপটা জবাব দেন, 'না'।

গত এপ্রিলের পর ইসরায়েলে ইরানের দ্বিতীয় দফায় ১৮০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের একদিন পর এমন মন্তব্য করলেন ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

গতকাল ধনী দেশগুলোর জোট জি–৭ (কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র) এর নেতাদের সঙ্গে চলমান পরিস্থিতি নিয়ে কথা বলার পর বাইডেন জানান, তারা সবাই একমত হয়েছেন যে ইরানের প্রতি ইসরায়েলের যেকোনো প্রতিক্রিয়া 'আনুপাতিক' হওয়া উচিত।

জি–৭ নেতারা ইরানের ওপর নতুন করে আরও নিষেধাজ্ঞা আরোপের বিষয়েও কথা বলেছেন।

Comments

The Daily Star  | English

Political party consensus will determine speed of reforms, election

Prof Yunus says in an exclusive interview with The Daily Star Editor Mahfuz Anam

9h ago