হিজবুল্লাহ প্রধানকে হত্যার দাবি ইসরায়েলের, যা বললেন খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ছবি: সংগৃহীত

হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ বিমান হামলায় নিহত, ইসরায়েলের এমন দাবির পর প্রথম বিবৃতিতে সব মুসলমানকে লেবাননের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

তবে খামেনির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত সেই বিবৃতিতে হাসান নাসরাল্লাহর কথা উল্লেখ করা হয়নি বলে জানিয়েছে বিবিসি।

'লেবাননের প্রতিরক্ষাহীন জনগণকে' হত্যার নিন্দা জানিয়ে শুরু করা খামেনির বিবৃতিতে বলা হয়, 'এটি ইসরায়েলের নেতাদের অদূরদর্শিতা এবং মূর্খতাপূর্ণ নীতিকে প্রমাণ করেছে।'

তিনি বলেন, 'ইসরায়েলি দুষ্কৃতিকারীদের অবশ্যই স্মরণে রাখতে হবে যে তারা লেবাননে হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটির কোনো উল্লেখযোগ্য ক্ষতি সাধনে একেবারেই উপযুক্ত নয়।'

'এই অঞ্চলের সমস্ত প্রতিরোধ শক্তি হিজবুল্লাহকে সমর্থন করে এবং তাদের পাশে দাঁড়ায়' বলেও মন্তব্য করেন খামেনি।

তিনি সব মুসলমানকে লেবাননের জনগণ ও হিজবুল্লাহর পাশে দাঁড়ানোর এবং 'দখলদার ও নিপীড়নের শাসন মোকাবিলায়' তাদের সমর্থন করার আহ্বান জানান।

খামেনিকে বর্তমানে ইরানের ভেতর একটি নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করা হয়েছে—এমন খবর জানার পরই এ পদক্ষেপ নেওয়া হয়। 

 

Comments

The Daily Star  | English

Vandalism, arson spread

Houses of Awami League leaders were attacked and torched, and murals and busts of Bangabandhu Sheikh Mujibur Rahman were demolished and defaced in nearly two dozen districts yesterday.

7h ago