ইরানে কয়লা খনিতে মিথেন গ্যাস লিক, বিস্ফোরণে মৃত ৩০

দুর্ঘটনার সময় কয়লা খনিতে ৬৯ জন শ্রমিক কাজ করছিলেন।
তাবাস কয়লা খনিতে বিস্ফোরণের পর উদ্ধারকর্মী। ছবি: সংগৃহীত
তাবাস কয়লা খনিতে বিস্ফোরণের পর উদ্ধারকর্মী। ছবি: সংগৃহীত

ইরানের পূর্বাঞ্চলীয় প্রদেশ দক্ষিণ খোরাসানে শনিবার দিনের শেষে গ্যাস লিক থেকে বিস্ফোরণের ঘটনায় একটি কয়লা খনিতে ৩০ জনের প্রাণহানি হয়েছে।

আজ রোববার এই তথ্য জানিয়েছে এএফপি।

এর আগে রাষ্ট্রায়ত্ব গণমাধ্যম ইরনা জানিয়েছিল, মৃতের সংখ্যা ১৯।

সংবাদমাধ্যমটি জানায়, 'তাবাস খনির দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩০ হয়েছে'।

এর আগে ইরানের গণমাধ্যম ইরিব জানায়, খনির ভেতরে ৩০ জন আটকে আছেন।

ইরিবের প্রতিবেদনে উল্লেখ করা হয়, দুর্ঘটনার সময় কয়লা খনিতে ৬৯ জন শ্রমিক কাজ করছিলেন।

খনির কার্যক্রম পরিচালনার দায়িত্বে ছিল মাদানজু কোম্পানি। খনির দুইটি ব্লকে মিথেন গ্যাস বিস্ফোরণের ফলে এই দুর্ঘটনা ঘটেছে।

ইরান ইন্টারন্যাশনাল দেশটির রাষ্ট্রীয় টিভি চ্যানেলের বরাত দিয়ে বলছে, ১৭ ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ২৪ জন।

 

Comments

The Daily Star  | English
Who is Kalpana Chakma?

Who is Kalpana Chakma?

As a “new” Bangladesh emerges, knowing who Kalpana Chakma is becomes crucial in understanding our shared history

2h ago