ভারতে লোকসভা নির্বাচন শুরু ১৯ এপ্রিল, ফল ঘোষণা ৪ জুন

নয়া দিল্লিতে ভারতের নির্বাচন কমিশনের কার্যালয়। ছবি: রয়টার্স

ভারতে লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। ১৯ এপ্রিল থেকে শুরু হয়ে বিভিন্ন রাজ্যে সাত দফায় পার্লামেন্টের নিম্নকক্ষের ৫৪৩টি আসনে এই নির্বাচন হবে। ১ জুন শেষ দফায় ভোটগ্রহণের পর নির্বাচনের ফল ঘোষণা হবে ৪ জুন।

ভারতের প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার আজ দেশটির জাতীয় নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেন। নির্বাচনে টানা তৃতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার জন্য লড়বে বর্তমান ক্ষমতাসীন দল বিজেপি।

এনডিটিভির খবরে বলা হয়, সিকিম, ওডিশা, অরুণাচল প্রদেশ ও অন্ধ্র প্রদেশে লোকসভা ভোটের সঙ্গেই বিধানসভার ভোট হবে। লোকসভার ভোট শেষ হওয়ার পর পরই জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। রাজ্যটি ২০১৮ সাল থেকে রাষ্ট্রপতির শাসনের অধীনে আছে।

জনমত জরিপের তথ্য থেকে ধারণা করা হচ্ছে নির্বাচনে হিন্দু জাতীয়তাবাদী বিজেপির সহজ জয় পাবে। এমনটা হলে জওহরলাল নেহেরুর পর টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদি। ভারতের স্বাধীনতা আন্দোলনের নায়ক নেহরু ছিলেন দেশটির প্রথম প্রধানমন্ত্রী।

বিজেপির নেতৃত্বাধীন জোটের সঙ্গে প্রধান প্রতিদ্বন্দ্বিতা হবে কংগ্রেসসহ প্রায় দুই ডজন আঞ্চলিক দলের জোট আই এন ডি আই এ (ইন্ডিয়া) জোটের সঙ্গে। নির্বাচনের তারিখ ঘোষণার কয়েক মাস আগে থেকেই নরেন্দ্র মোদি ভারতজুড়ে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন এলাকায় গিয়ে নতুন নতুন প্রকল্প উদ্বোধন ও পূজা অর্চনায় যোগ দিচ্ছেন।

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

2h ago