ইলন মাস্ককে টপকে বিশ্বের শীর্ষ ধনী বার্নার্ড আর্নল্ট, মুকেশ আম্বানি ১১তম

বার্নার্ড আর্নল্ট, ইলন মাস্ক ও মুকেশ আম্বানি।

বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় ইলন মাস্ককে টপকে শীর্ষে উঠে এসেছেন ফরাসি ধনকুবের সিইও বার্নার্ড আর্নল্ট।

তিনি বিলাসবহুল পণ্য এলভিএমএইচ মোয়েত হেনেসি লুই ভিতনের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা। তার মোট সম্পদের পরিমাণ ২০৭.৬ বিলিয়ন ডলার।

ফোর্বস ম্যাগাজিন প্রকাশিত বিশ্বের ধনী ব্যক্তিদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইলন মাস্কের নাম, তার মোট সম্পদের পরিমাণ ২০৪.৭ বিলিয়ন ডলার। তালিকায় তৃতীয় হয়েছেন জেফ বেজোস, তার মোট সম্পদের পরিমাণ ১৮১.৩ বিলিয়ন ডলার।

তালিকায় শীর্ষ দশে থাকা নয়জনই যুক্তরাষ্ট্রের নাগরিক। ১১তম স্থানে রয়েছেন ভারতের ধনকুবের মুকেশ আম্বানি, অর্থাৎ এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি তিনি। মুকেশ আম্বানির মোট সম্পদের পরিমাণ ১১০ বিলিয়ন ডলার।

ভারতের আরেক ধনকুবের গৌতম আদানি ১৬ তম স্থানে রয়েছেন, তার মোট সম্পদের পরিমাণ ৭৯.২ বিলিয়ন ডলার।

ফোর্বসের রিয়েল-টাইম বিলিয়নেয়ারদের তালিকায় বিশ্বের শীর্ষ ১০ জন ধনী ব্যক্তি হলেন:

১. বার্নার্ড আর্নল্ট এবং তার পরিবার (ফ্রান্স), মোট সম্পদের পরিমাণ ২০৭.৬ বিলিয়ন ডলার

২. ইলন মাস্ক (যুক্তরাষ্ট্র), মোট সম্পদের পরিমাণ ২০৪.৭ বিলিয়ন ডলার

৩. জেফ বেজোস (যুক্তরাষ্ট্র), মোট সম্পদের পরিমাণ ১৮১.৩ বিলিয়ন ডলার

৪. ল্যারি এলিসন (যুক্তরাষ্ট্র), মোট সম্পদের পরিমাণ ১৪২.২ বিলিয়ন ডলার

৫. মার্ক জুকারবার্গ (যুক্তরাষ্ট্র), মোট সম্পদের পরিমাণ ১৩৯.১ বিলিয়ন ডলার

৬. ওয়ারেন বাফেট (যুক্তরাষ্ট্র), মোট সম্পদের পরিমাণ ১২৭.২ বিলিয়ন ডলার

৭. ল্যারি পেজ (যুক্তরাষ্ট্র), মোট সম্পদের পরিমাণ ১২৭.১ বিলিয়ন ডলার

৮. বিল গেটস (যুক্তরাষ্ট্র), মোট সম্পদের পরিমাণ ১২২.৯ বিলিয়ন ডলার

৯. সের্গেই ব্রিন (যুক্তরাষ্ট্র), মোট সম্পদের পরিমাণ ১২১.৭ বিলিয়ন ডলার

১০. স্টিভ বলমার (যুক্তরাষ্ট্র), মোট সম্পদের পরিমাণ ১১৮.৮ বিলিয়ন

Comments

The Daily Star  | English

Third round of Bangladesh-US tariff talks to start in Washington DC

Based on progress made so far, Bangladesh hopes for a positive outcome

24m ago