ইউক্রেনের বন্দিসহ রুশ সামরিক বিমান বিধ্বস্ত, ৭৪ যাত্রীর সবাই নিহত

রুশ সামরিক বিমান বিধ্বস্ত
ছবি: রয়টার্স

রাশিয়ার বেলগোরোড অঞ্চলে রুশ ইলিউশিন ইল-৭৬ নামের একটি সামরিক পরিবহন উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে।

বেলগোরোদের আঞ্চলিক গভর্নর ভায়াচেসলাভ গ্লাদকোভ জানিয়েছেন, ওই উড়োজাহাজে থাকা ইউক্রেনের ৬৫ জন যুদ্ধবন্দীসহ মোট ৭৪ জন ছিল। তারা সবাই নিহত হয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বিমানটিতে ৬৫ জন যুদ্ধ অপরাধী, ছয়জন ক্রু সদস্য এবং তিনজন আরোহী ছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, স্থানীয় সময় সকাল ১১টার দিকে ইয়াবলোনোভো গ্রামে একটি উড়োজাহাজ খাড়াভাবে আছড়ে পড়ছে। উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার আগে একটি বিস্ফোরণের শব্দ শোনা যায়।

Comments

The Daily Star  | English

'Our task is to tell the truth in transparent, compelling way'

Says CA’s press secretary on Trump’s comment on Bangladesh

27m ago