আরব লীগকে জরুরি বৈঠকে বসার আহ্বান ফিলিস্তিনের

প্রতীকী ছবি

ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান সংঘাতে আরব লীগকে জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে ফিলিস্তিন।

আলজাজিরা জানায়, আজ রোববার আরব লীগে ফিলিস্তিনের স্থায়ী প্রতিনিধি মোহান্নাদ আকলোক এ আহ্বান জানান। আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীদের সমন্বয়ে একটি জরুরি বৈঠক করার অনুরোধ জানিয়েছেন বলে জানান তিনি।  

Comments

The Daily Star  | English

Inside the July uprising: Women led, the nation followed

With clenched fists and fierce voices, a group of fearless women stood before the locked gates of their residential halls on the night of July 14, 2024. There were no commands, no central leader -- only rage and a deep sense of injustice. They broke through the gates and poured into the streets.

16h ago