এক চীন নীতিতে অবস্থান অটুট, তাইওয়ানের স্বাধীনতা সমর্থন করি না: ব্লিঙ্কেন

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, আমরা তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থন করি না।
চীনের রাজধানী বেইজিংয়ের গ্রেট হলে দেশটির প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। ছবি: রয়টার্স

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, আমরা তাইওয়ানের স্বাধীনতাকে সমর্থন করি না।

বিবিসি জানায়, বৈঠকের পর সংবাদ সম্মেলনে তাইওয়ান বিষয়ে প্রশ্নের জবাবে ব্লিঙ্কেন বলেন, 'এক চীন নীতির প্রতি যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অবস্থান এখনো অটুট আছে। তাইওয়ান প্রসঙ্গে এ নীতির কোনো পরিবর্তন হয়নি।'

তবে তাইওয়ান প্রণালিতে চীনের 'উসকানিমূলক কর্মকাণ্ডের' বিষয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কাছে তুলে ধরেছেন বলে জানান ব্লিঙ্কেন।

একইসঙ্গে জিনজিয়াং, তিব্বত ও হংকংয়ে চীনের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে যুক্তরাষ্ট্রের 'গভীর উদ্বেগের' কথাও তুলে ধরেছেন বলে জানান তিনি। 

সংবাদ সম্মেলনে ব্লিঙ্কেন আরও বলেন, রাশিয়াকে প্রাণঘাতী অস্ত্র দেবে না সম্প্রতি এমন প্রতিশ্রুতি দিয়েছে চীন। তবে চীনের বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

ইউক্রেনে 'শান্তি' আনতে সাহায্য করার জন্য চীনের কাছে আবেদন করার পাশাপাশি ব্লিঙ্কেন বলেছেন যে, তিনি ও শি জিনপিং উত্তর কোরিয়াতে কী ঘটছে তা নিয়েও আলোচনা করেছেন।

সংবাদ সম্মেলনে বিঙ্কেন স্বীকার করেন যে, যুক্তরাষ্ট্র–চীনের সম্পর্কে অস্থিরতা রয়েছে এবং এখানে স্থিতিশীলতা ফিরিয়ে আনা দরকার।
 

Comments