সিএনএনের চেয়ারম্যান ও সিইও পদ ছাড়লেন ক্রিস লিচট
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম সিএনএনের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ক্রিস লিচট পদ থেকে সরে দাঁড়িয়েছেন।
যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম সিএনএনের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ক্রিস লিচট পদ থেকে সরে দাঁড়িয়েছেন।
আজ বুধবার সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ক্রিস লিচট নিজেই তার পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
প্রতিবেদনে জানানো হয়, ক্রিস লিচট তার এক বছরের মেয়াদে বহু বিতর্কের জন্ম দিয়েছেন। এই সংবাদ চ্যানেলের কর্মীদের নেতৃত্ব দিতে তার ক্ষমতা প্রশ্নবিদ্ধ হওয়ায় সরে দাঁড়ালেন তিনি।
Comments