চীনের শান্তি প্রস্তাব ইউক্রেন যুদ্ধ নিষ্পত্তির ভিত্তি হতে পারে: পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, চীনের শান্তি পরিকল্পনার অনেক বিধান ইউক্রেন যুদ্ধ নিষ্পত্তির ভিত্তি হিসেবে গ্রহণ করা যেতে পারে, যখনই পশ্চিমা বিশ্ব এবং কিয়েভ এর জন্য প্রস্তুত হয়।
আজ মঙ্গলবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিতীয় দফায় বৈঠকের পর পুতিন এ মন্তব্য করেন বলে জানিয়েছে বিবিসি।
এসময় পুতিন জানান, তিনি এবং শি তাদের একান্ত বৈঠকে বেইজিংয়ের শান্তি প্রস্তাবের ওপর গভীর মনোনিবেশ করেছেন।
তিনি আরও বলেন, 'যুক্তরাজ্য যদি ইউক্রেনকে তেজস্ক্রিয় ইউরেনিয়ামসহ গোলাবারুদ পাঠায়, তাহলে রাশিয়া প্রতিক্রিয়া দেখাতে বাধ্য হবে।'
পুতিনের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে গতকাল সোমবার মস্কো যান সদ্য তৃতীয় মেয়াদে নির্বাচিত চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
Comments