ইউক্রেনে হামলা শুরুর পর প্রথমবার ব্লিঙ্কেন-লাভরভের বৈঠক

ইউক্রেন, রাশিয়া, অ্যান্টনি ব্লিঙ্কেন, সের্গেই লাভরভ,
ভারতের নয়াদিল্লিতে জি২০ সম্মেলনে উদ্বোধনী বক্তব্য দেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। ২ মার্চ, ২০২৩। ছবি: রয়টার্স

ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথমবার বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার ভারতে জি-২০ শীর্ষ সম্মেলনের ফাঁকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন ব্লিঙ্কেন।

বিবিসি আরও জানিয়েছে, বৈঠকে ব্লিঙ্কেন বলেছেন- যতদিন প্রয়োজন ততদিন ইউক্রেনকে সমর্থন দেবে যুক্তরাষ্ট্র।

এক বছর আগে ইউক্রেন যুদ্ধ শুরুর পর এই প্রথম দুজন মুখোমুখি কথা বললেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, দিল্লিতে আলোচনা ১০ মিনিটেরও কম সময় স্থায়ী হয়।

ব্লিঙ্কেন লাভরভকে বলেন, রাশিয়ার উচিত কারাবন্দী মার্কিন নাগরিক পল হেলানকে মুক্তি দেওয়া।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ইউক্রেনের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন কমে যাচ্ছে এমন যেকোনো ধারণা যেন রাশিয়ার না আসে তা নিয়ে কথা বলেছেন ব্লিঙ্কেন।

তবে, লাভরভ কীভাবে তার প্রতিক্রিয়া জানিয়েছেন সে বিষয়ে কিছু বলেননি ওই কর্মকর্তা।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ব্লিঙ্কেন লাভরভের সঙ্গে কথা বলেছেন। কিন্তু, লাভরভ কোনো মন্তব্য করেননি।

সর্বশেষ ২০২২ সালের জানুয়ারিতে জেনেভায় দেখা হয়েছিল দুজনের।

Comments

The Daily Star  | English

10 ministries brace for budget cuts

The railway ministry, the power division, and the primary and mass education ministry will see the biggest chop.

11h ago