বেলারুশে ড্রোন হামলায় রুশ গোয়েন্দা বিমান ধ্বংসের দাবি
রাশিয়ার প্রতিবেশী ও মিত্র বেলারুশের রাজধানী মিনস্কের কাছে বিমানঘাঁটিতে ড্রোন হামলায় এ-৫০ রুশ গোয়েন্দা বিমান ধ্বংসের দাবি করা হয়েছে।
আজ সোমবার বেলারুশের বিরোধী দলের নির্বাসিত সদস্যদের বরাত দিয়ে সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গতকাল বেলারুশে সরকারবিরোধী সংগঠন বাইপোলের নেতা আলেক্সান্ডার আজারোভ টেলিগ্রাম মেসেজিং অ্যাপে পোল্যান্ডভিত্তিক বেলস্যাট নিউজ চ্যানেলকে বলেন, 'ড্রোন হামলা চালানো হয়েছে। যারা এতে অংশ নিয়েছিলেন তারা বেলারুশের নাগরিক।'
বেলস্যাট নিউজ চ্যানেলকে মিনস্ক 'সন্ত্রাসী' সংগঠন হিসেবে আখ্যা দেয় উল্লেখ করে আল জাজিরার প্রতিবেদনে আরও বলা হয়, পোল্যান্ডের এই নিউজ চ্যানেলটি মূলত বেলারুশের সংবাদ প্রকাশ করে।
বেলারুশের বিরোধী নেতা ভিয়াতলানা সিখানোউস্কায়ার উপদেষ্টা ফ্রানাক ভিয়াকোরকা সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে লিখেছেন, 'বিশেষ অভিযান চালিয়ে মিনস্কের কাছে মাচুলিশচে এলাকায় বিমানঘাঁটিতে একটি রুশ উড়োজাহাজ ধ্বংস করে দেওয়া হয়েছে।'
এই তথ্যের সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা যায়নি বলে আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
রাশিয়া ও বেলারুশ সরকার এই 'হামলা' সম্পর্কে কিছু জানায়নি।
Comments