মোহাম্মদপুরে কৃষি মার্কেট থেকে ৫৩০ বস্তা চিনি জব্দ

কৃষি মার্কেট
কৃষি মার্কেটের বিসমিল্লাহ ট্রেডার্স ও সততা ট্রেডার্স থেকে ৫৩০ বস্তা চিনি জব্দ করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ছবি: শাহীন মোল্লা /স্টার

রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটের ২ দোকান থেকে অবৈধভাবে মজুত করা ৫৩০ বস্তা চিনি আটক করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ মঙ্গলবার অধিদপ্তরের ৪ সহকারী পরিচালক কৃষি মার্কেটে অভিযান চালিয়ে এসব চিনি জব্দ করেন।

সহকারী পরিচালক শরীফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, এসব বস্তার প্রতিটিতে ৫০ কেজি করে চিনি ছিল। অর্থাৎ মোট জব্দকৃত চিনির পরিমাণ ২৬ হাজার ৫০০ কেজি।  

শরীফুল ইসলাম বলেন, 'কৃষি মার্কেটের বিসমিল্লাহ ট্রেডার্স ও সততা ট্রেডার্সের মালিকরা অবৈধ উদ্দেশ্যে এসব চিনি মজুত করে রেখেছিল।'

'বাজারে সর্বোচ্চ ১০২ টাকা কেজি দরে চিনি বিক্রির সরকারি নির্দেশ থাকলেও, তারা বাজারে চিনির স্বল্পতার সুযোগ নিয়ে বেশি দামে এসব চিনি বিক্রির উদ্দেশে মজুত করে রেখেছিল,' বলেন তিনি।

বিসমিল্লাহ ট্রেডার্সকে ৫০ হাজার ও সততা ট্রেডার্সকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।

কৃষি মার্কেটের একাধিক খুচরা বিক্রেতার সঙ্গে কথা বলে জানা যায়, তারা প্রতি কেজি চিনি ১১৫-১২০ টাকায় বিক্রি করেন। পাইকারি বিক্রেতাদের কাছ থেকে তারা এসব চিনি সর্বনিম্ন ১০৭ টাকা কেজি দরে কেনেন।

Comments

The Daily Star  | English

Beximco workers' protest turns violent in Gazipur

Demonstrators set fire to Grameen Fabrics factory, vehicles; properties vandalised

3h ago