ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ৩৯১

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত ৩৯১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া একজন নারী। আর আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৩০৮ জনই ঢাকার বাইরের।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৫৫ জন, যাদের মধ্যে ২৯ জন পুরুষ ও ২৬ জন নারী।
এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৪৬০ জন, যার মধ্যে আট হাজার ৫৪১ জন পুরুষ ও পাঁচ হাজার ৯১৯ জন নারী।
Comments