সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার খরচ ৫০ টাকাই থাকছে

সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার জন্য এ বছরের শুরুতে যে ফি নির্ধারণ করা হয়েছিল, তা আরও ছয় মাস বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত আগের খরচেই ডেঙ্গু শনাক্ত করার এনএস১, আইজিসি ও আইজিএম পরীক্ষাগুলো করা যাবে। অর্থাৎ, প্রতিটি টেস্ট করতে খরচ হবে ৫০ টাকা করে।

গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) এক প্রজ্ঞাপনে এই তথ্য জানা গেছে।  

এ বছরের ১৪ জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তর সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার ফিস নির্ধারণ করে দেয়। এর মেয়াদ ছিল ৩০ জুন পর্যন্ত। প্রজ্ঞাপন মতে, ৩১ জানুয়ারি পর্যন্ত এই নির্দেশনার সময়সীমা বেড়েছে।

একইভাবে, ২০১৯ সালের ২৮ জুলাই স্বাস্থ্য অধিদপ্তর বেসরকারি হাসপাতালগুলোতেও ডেঙ্গু পরীক্ষার ফি নির্ধারণ করে দেয়। স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক এক প্রজ্ঞাপনে বিষয়টি পুনর্ব্যক্ত করা হয়েছে।

ওই প্রজ্ঞাপনে উল্লেখিত মূল্য তালিকা অনুযায়ী, বেসরকারি হাসপাতালে এনএস১, আইজিসি ও আইজিএম পরীক্ষার জন্য ৩০০ টাকা করে ফি নেওয়া হবে। অপরদিকে, সিবিসি পরীক্ষা করাতে খরচ হবে ৪০০ টাকা।

 

Comments

The Daily Star  | English

Advisory council forms new pay commission

Zakir Ahmed Khan has been appointed as the head of the commission

57m ago