ডেঙ্গু: ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু, হাসপাতালে ৮৮৬

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত অন্তত ১০ জন রোগী মারা গেছেন। এ সময়ের মধ্যে মশাবাহিত রোগটিতে আক্রান্ত আরও অন্তত ৮৮৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মারা যাওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে চারজন, ঢাকা মহানগরীতে চারজন এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগে একজন করে আছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে, নতুন ১০ জনসহ এ বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ৪৪৮। এ ছাড়া আক্রান্ত হয়েছেন আরও ৮৫ হাজার ৭১২ জন। বর্তমানে, ৩ হাজার ৮০৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন।

মোট ৮১ হাজার ৪৫৬ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ফিরেছেন।

Comments

The Daily Star  | English

UN climate talks in limbo

The world's most climate-imperilled nations stormed out of consultations in protest at the deadlocked UN COP29 conference yesterday, as simmering tensions over a hard-fought finance deal erupted into the open

28m ago