ফুসফুসের রোগ নির্ণয়ে চট্টগ্রামে স্পাইরো-ফেনো-এফওটি পরীক্ষা
অ্যাজমা-হাঁপানিসহ ফুসফুসের বিভিন্ন রোগ নির্ণয়ে চট্টগ্রামের এপিক হেলথ কেয়ারে প্রথমবারের মতো চালু হয়েছে স্পাইরো-ফেনো ও এফওটি কম্বো পরীক্ষা।
এতদিন চট্টগ্রামের কোথাও এই পরীক্ষার ব্যবস্থা ছিল না।
আজ বুধবার দুপুরে এই পরীক্ষার উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এপিক হেলথ কেয়ারের পক্ষ থেকে বলা হয়, ১ হাজার ৯০০ থেকে ৩ হাজার টাকার মধ্যে এই টেস্টগুলো করা যাবে। থাকবে ২৫ শতাংশ ছাড়।
সংবাদ সম্মেলনে বলা হয়, স্পাইরো-ফেনো-এফওটি টেস্টের মাধ্যমে অ্যান্টিমাইক্রোবিয়াল ফিল্টার ব্যবহার করে অ্যাজমা, হাঁপানি ও সিওপিডিসহ ফুসফুসের বিভিন্ন ধরনের রোগ নির্ণয় করা যাবে ও তীব্রতা অনুসারে চিকিৎসা গ্রহণ করা যাবে। শিশু, বয়স্ক ও গুরুতর অসুস্থ রোগীসহ যাদের ক্ষেত্রে গতানুগতিক স্পাইরোমেট্রি করা সম্ভব হয় না, তাদের ক্ষেত্রে এফওটির মাধ্যমে সহজেই ফুসফুসের রোগ নির্ণয় করা যায়।
এপিক হেলথ কেয়ারের নির্বাহী পরিচালক (সেলস অ্যান্ড মার্কেটিং) টিএম হান্নান বলেন, 'এই টেস্ট চট্টগ্রামের অ্যাজমা, হাঁপানি, সিওপিডিসহ ফুসফুসের রোগীদের জন্য এক যুগান্তকারী পদক্ষেপ।'
Comments