২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, শনাক্ত ১২.৭৩ শতাংশ

ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৬১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১২ দশমিক ৭৩ শতাংশ।

আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গতকাল শনাক্তের হার ছিল ১১ দশমিক ৬০ শতাংশ এবং ১ জন মারা গিয়েছিলেন। গত রোববার শনাক্তের হার ছিল ১২ দশমিক ৭২ শতাংশ।

এর আগে গত ২৭ জুলাই সর্বশেষ ৫ জনের মৃত্যু হয়েছিল।

গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ৪৯৪ জন ঢাকা বিভাগের, ১৮ জন ময়মনসিংহ বিভাগের, ২৪ জন চট্টগ্রাম বিভাগের, ৩৮ জন রাজশাহী বিভাগের, ৫ জন রংপুর বিভাগের, ৮ জন খুলনা বিভাগের, ২০ জন বরিশাল বিভাগের ও ৭ জন সিলেট বিভাগের।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ১৮ হাজার ২১৫ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৩৪৫ জন।

দেশে গত আগস্টের শুরুর দিকে করোনা শনাক্তের হার কমতে শুরু করে। এরপর গত ২ সেপ্টেম্বর ৬ শতাংশের ওপর উঠে আসে শনাক্তের হার। ৫ সেপ্টেম্বর শনাক্তের হার ছিল ৬ দশমিক ৬৮ শতাংশ। এরপর থেকেই করোনা শনাক্তের হার ক্রমান্বয়ে বাড়ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৭৯টি নমুনা পরীক্ষা করা হয়।

এই সময়ে করোনা আক্রান্ত ২৮৩ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৬১ হাজার ২৬০ জন।

Comments

The Daily Star  | English

What if the US election ends in a Trump-Harris tie?

While not highly likely, such an outcome remains possible, tormenting Americans already perched painfully on the edge of their seats ahead of the November 5 election

2h ago