শনাক্তের হার আবার ১০ শতাংশ ছাড়াল

প্রতীকী ছবি। সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় ৪৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে এবং শনাক্তের হার ১০ দশমিক ৫৫ শতাংশ। এ সময়ে করোনা আক্রান্ত হয়ে ১ জন মারা গেছেন।

আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গত ২৩ জুলাই শনাক্তের হার ছিল ১০ দশমিক ১০ শতাংশ।

আগস্টের শুরুর দিকে শনাক্তের হার কমতে শুরু করে। এরপর গত ২ সেপ্টেম্বর ৬ শতাংশের ওপর উঠে আসে শনাক্তের হার। ৫ সেপ্টেম্বর শনাক্তের হার ছিল ৬ দশমিক ৬৮ শতাংশ। এরপর ৮ সেপ্টেম্বর করোনা শনাক্তের হার বেড়ে ৭ শতাংশের ওপর উঠে। ওইদিন শনাক্তের হার ছিল ৭ দশমিক ৪০ শতাংশ। 

গতকাল সোমবার শনাক্তের হার ছিল ৯ দশমিক ২৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ৩৩৯ জন ঢাকা বিভাগের, ১২ জন ময়মনসিংহের, ২০ জন চট্টগ্রাম বিভাগের, ২৬ জন রাজশাহী বিভাগের, ৩ জন রংপুর বিভাগের, ১ জন খুলনা বিভাগের, ৭ জন বরিশাল বিভাগের ও ৮ জন সিলেট বিভাগের।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ১৫ হাজার ৭৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৩৩৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১২২টি নমুনা পরীক্ষা করা হয়।

এই সময়ে করোনা আক্রান্ত ২৩০ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৫৯ হাজার ২৬৭ জন।

Comments

The Daily Star  | English
Income inequality in Bangladesh

Growth obsession deepened rich-poor divide

Income inequality in Bangladesh has seen a steep rise over the past 12 years till 2022, according to official data, as economists blame a singular focus on growth rather than sorting out income disparities.

16h ago