২৪ ঘণ্টায় মৃত্যু ১, শনাক্ত ৫.২০ শতাংশ

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ জন মারা গেছেন। একই সময়ে ২১৪ জনের করোনা শনাক্ত হয়েছে এবং শনাক্তের হার ৫ দশমিক ২০ শতাংশ।

আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ১৮০ জন ঢাকা বিভাগের, ৫ জন ময়মনসিংহ বিভাগের, ৪ জন চট্টগ্রাম বিভাগের, ৭ জন রাজশাহী বিভাগের, ৪ জন খুলনা বিভাগের, ২ জন বরিশাল বিভাগের, ৯ জন সিলেট বিভাগের ও ৩ জন রংপুর বিভাগের।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ১১ হাজার ৯৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৩২৪ জন।

এর আগের ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত কারো মৃত্যু হয়নি। করোনা শনাক্ত হয়েছিল ১৭২ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৪ দশমিক ০৮ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১১৫টি নমুনা পরীক্ষা করা হয়।

এ সময়ে করোনা আক্রান্ত ২৮২ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৫৬ হাজার ৪৮৩ জন।

Comments

The Daily Star  | English

10 die of dengue

886 hospitalised in the last 24 hours

28m ago