২৪ ঘণ্টায় মৃত্যু নেই, শনাক্ত ৪.০৮ শতাংশ

করোনায় আরও একজনের মৃত্যু
প্রতীকী ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। একই সময়ে ১৭২ জনের করোনা শনাক্ত হয়েছে এবং শনাক্তের হার ৪ দশমিক ০৮ শতাংশ।

আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ১৩৬ জন ঢাকা বিভাগের, ৩ জন ময়মনসিংহ বিভাগের, ৬ জন চট্টগ্রাম বিভাগের, ১১ জন রাজশাহী বিভাগের, ৩ জন খুলনা বিভাগের, ২ জন বরিশাল বিভাগের, ১০ জন বরিশাল বিভাগের ও ১ জন রংপুর বিভাগের।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ১১ হাজার ৭৩২ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৩২৩ জন।

এর আগের ২৪ ঘণ্টায়ও করোনা আক্রান্ত কারো মৃত্যু হয়নি। করোনা শনাক্ত হয়েছিল ২৪৩ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৪ দশমিক ৭৪ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ২১৫টি নমুনা পরীক্ষা করা হয়।

এ সময়ে করোনা আক্রান্ত ৩৬২ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৫৬ হাজার ২০১ জন।

Comments

The Daily Star  | English

10 die of dengue

886 hospitalised in the last 24 hours

45m ago