২৪ ঘণ্টায় মৃত্যু ৩, শনাক্ত ৪.৯৯ শতাংশ

প্রতীকী ছবি

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত আক্রান্ত হয়ে ৩ জন মারা গেছেন। একই সময়ে ২৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে, শনাক্তের হার ৪ দশমিক ৯৯ শতাংশ।

আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ২০০ জন ঢাকা বিভাগের, ৪ জন ময়মনসিংহ বিভাগের, ৪৬ জন চট্টগ্রাম বিভাগের, ১৫ জন রাজশাহী বিভাগের, ২ জন রংপুর বিভাগের, ১৪ জন খুলনা বিভাগের, ৯ জন বরিশাল বিভাগের ও ৬ জন সিলেট বিভাগের।

এর আগের ২৪ ঘণ্টায় ২১৬ জনের করোনা শনাক্ত হয়েছিল। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৫ দশমিক ১০ শতাংশ।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ৭ হাজার ৬৩১ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৩০৭ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৯২৯টি নমুনা পরীক্ষা করা হয়।

এ ছাড়া, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৬৩৮ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৪৮ হাজার ৬৬৫ জন।

সুস্থতার হার ৯৭ দশমিক ০৬ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৪৬ শতাংশ।

বাংলাদেশে করোনা প্রথম রোগী শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

Comments

The Daily Star  | English

Advisory council forms new pay commission

Zakir Ahmed Khan has been appointed as the head of the commission

1h ago