মৌসুমের সর্বোচ্চ তাপে পুড়ছে চুয়াডাঙ্গা, দেশের রেকর্ড এলাকায় তাপদাহ, চলবে কয় দিন?

দেশের দুই জেলা—চুয়াডাঙ্গা ও রাজশাহীর ওপর দিয়ে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে। এছাড়া, রাজশাহী ও খুলনা বিভাগের বাকি জেলাগুলোতে বইছে মৃদু থেকে মাঝারি ধরনের তাপদাহ।
আজ শুক্রবার চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।
পরিসংখ্যান অনুসারে, এটি চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। এদিন রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস।
অধিদপ্তর জানিয়েছে, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপদাহ বয়ে যাচ্ছে।
ঢাকায় এদিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস। গতকাল ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়, ৩৯ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস।
তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মৃদু তাপদাহ, ৩৮ থেকে ৩৯ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত মাঝারি, ৪০ থেকে ৪১ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তীব্র ও তাপমাত্রা ৪২ ডিগ্রির বেশি হলে অতি তীব্র তাপদাহ গণ্য করে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'আগামী আরও অন্তত দুই দিন তাপমাত্রা প্রায় অপপরিবর্তিত থাকতে পারে।'
দেশের উষ্ণতম মাস এপ্রিলে বৃষ্টির প্রবণতা বেশি থাকায় এবার কিছুটা স্বস্তি ছিল।
'তবে এবার যত বেশি এলাকাজুড়ে তাপদাহ ছড়িয়ে পড়েছে, তা আগে হয়নি। তাপদাহ আগে এত বিস্তৃত ছিল না,' বলেন আবহাওয়াবিদ একেএম নাজমুল হক।
তিনি ডেইলি স্টারকে আরও বলেন, 'আমরা আশা করছি, আগামী সোমবার থেকে তীব্র তাপদাহ থাকবে না। যেসব এলাকায় মৃদু থেকে মাঝারি তাপদাহ বয়ে যাচ্ছে, সেই আওতা কমে আসবে।'
'আমরা আরও আশা করছি, আগামী মঙ্গলবারের পর তাপদাহ আর থাকবে না বা বিচ্ছিন্নভাবে দুএক জায়গায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপদাহ থাকতে পারে,' যোগ করেন তিনি।
নাজমুল জানান, সোমবার থেকে আগামী ১৬ মে পর্যন্ত দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে দেশের পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাত তুলনামূলক কম হতে পারে।
Comments