সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সংকেত

সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সংকেত
স্যালেটাইট ইমেজ

উত্তর বঙ্গোপসাগর ও এর আশে পাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

নৌ দুর্ঘটনা এড়াতে আজ শুক্রবার চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। যে কারণে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ট্রলার ও নৌকার মাঝিদের উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

পূর্বাভাস অনুসারে, শনিবার রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের দুএক জায়গায় দমকা হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি।

উপকূলীয় এলাকার পাশাপাশি নদী অববাহিকায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

শনিবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

Comments