ঈদের দিন বৃষ্টির সম্ভাবনা নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

গুঁড়িগুঁড়ি বৃষ্টিপাত
স্টার ফাইল ফটো

ঈদের দিন আগামীকাল ঢাকায় দুপুরে ও বিকেলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়াও বিভাগীয় শহরগুলোর মধ্যে চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুরে কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আজ রোববার আবহাওয়া অধিদপ্তর এই পূর্বাভাস দিয়েছে। এতে জানানো হয়, দিন ও রাতের তাপমাত্রায় তেমন কোনো হেরফের হওয়ার সম্ভাবনা না থাকলেও বাতাসের আপেক্ষিক আদ্রতা বেশি হওয়ায় গরমের অস্বস্তিভাব থাকবে। গোপালগঞ্জ, পাবনা, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও মাগুরা জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

এছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু'এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া থেকে হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে কোথাও কোথাও মাঝারী থেকে ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়াবিদ আজিজুর রহমান বাসসকে জানান, আষাঢ় মাস চলছে, এ কারণে সারা দেশে কমবেশী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঈদের দিন ঢাকায় দুপুর ১২টা থেকে ৩টার মধ্যে ৭-৮ মিলিমিটার বৃষ্টি হতে পারে। বিকেলে হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের উত্তর পশ্চিমাঞ্চল ও উত্তরাঞ্চল এবং উত্তরপূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিকেলের দিকে গাজীপুর ও নরসিংদীতেও কিছুটা বৃষ্টি হতে পারে।

Comments

The Daily Star  | English

Al Bakhera killings: Water transport workers call for indefinite strike

Bangladesh Water Transport Workers Federation rejects ‘sole killer’ claim, demands arrest of real culprits, safety of all workers

46m ago