ঢাকার তাপমাত্রা বাড়তে পারে, ১৪ জেলায় তাপপ্রবাহ আরও অন্তত ২ দিন
মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় থাকায় দেশের বিভিন্ন জেলায় বাড়ছে তাপমাত্রা।
আজ বুধবার সকালে আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুসারে, খুলনা বিভাগের ১০ জেলা এবং ফরিদপুর, পাবনা, সিরাজগঞ্জ ও নীলফামারী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।
আবহাওয়াবিদ মো. ওমর ফারুক দ্য ডেইলি স্টারকে বলেন, '১৪ জেলার তাপপ্রবাহ আরও অন্তত ২ দিন অব্যাহত থাকবে। ২ সেপ্টেম্বরের পরে বৃষ্টির প্রবণতা বাড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া সে সময় আকাশ মেঘলা থাকবে। ফলে তাপমাত্রা কমে যাবে।'
অধিদপ্তর আরও জানিয়েছে, মৌসুমি বায়ু উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।
আগামী ২৪ ঘণ্টায় বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও খুলনা বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। বাতাসের গতিবেগ হতে পারে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি।
Comments