আজ ঝড়-বৃষ্টি বিষয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

আজও ঢাকাসহ সারাদেশে বৃষ্টির সম্ভাবনা
গতকাল বৃহস্পতিবার বিকেলে হঠাৎ করে রাজধানীতে অন্ধকার নেমে আসে। সঙ্গে ঝড় ও বৃষ্টি। ছবিটি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে তোলা। ছবি: প্রবীর দাশ/স্টার

রাজধানী ঢাকাসহ সারাদেশে আজও ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই ঝড় ও বৃষ্টি তেমন তীব্র হবে না বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আজ শুক্রবার সকাল ১০টায় আবহাওয়াবিদ বজলুর রশিদ দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

তিনি বলেন, 'আজ বিকেল বা সন্ধ্যার দিকে ঢাকাসহ দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে হালকা বাতাস থাকবে। তবে এই ঝড় ও বৃষ্টি গতকালের মতো তীব্র হবে না।'

আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

Comments

The Daily Star  | English

US to make history either way

Kamala Harris and Donald Trump launched a final frenzied campaign blitz yesterday, hitting must-win Pennsylvania on the last day of a volatile US presidential race that polls say is hurtling towards a photo finish.

8h ago