ঘনকুয়াশা: পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাটে ফেরি বন্ধ

দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। ছবি: সংগৃহীত

ঘনকুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

আজ শনিবার সকাল থেকে ফেরি চলাচল বন্ধ বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ।

তিনি বলেন, 'নৌপথে দুর্ঘটনা এড়াতে আজ সকাল সাড়ে ৭টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আর সকাল সোয়া ৭টা থেকে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মাঝ নদীতে বীর শ্রেষ্ঠ মতিউর, বীর শ্রেষ্ঠ রুহুল আমিন ও বনলতা ফেরি আটকা পড়েছে।'

দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন মানিকগঞ্জের পাটুরিয়া ও আরিচা ফেরিঘাট এবং রাজবাড়ীর দৌলতদিয়া ও পাবনার কাজিরহাট ফেরিঘাটে আটকা পড়া যানবাহনের যাত্রী ও চালকরা।

Comments

The Daily Star  | English

Nowfel gained from illegal tobacco trade

Former education minister Mohibul Hassan Chowdhoury Nowfel received at least Tk 3 crore from a tobacco company, known for years for illegal cigarette production and marketing including some counterfeit foreign brands.

3h ago