পাটুরিয়া-দৌলতদিয়ায় ৩ ঘণ্টা পর, আরিচা-কাজিরহাটে ২ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

ফেরি চলাচল
মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট। ছবি: সংগৃহীত

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ৩ ঘণ্টা পর ও আরিচা-কাজিরহাট নৌপথে ২ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে।

আজ শুক্রবার বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, 'কুয়াশা কেটে যাওয়ায় সকাল সোয়া ৮টায় আরিচা-কাজিরহাট ও সাড়ে ৮টায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে।'

তিনি জানান, নৌপথে দুর্ঘটনা এড়াতে ভোর ৫টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ও সকাল সোয়া ৬টা থেকে আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

ফেরি চলাচল বন্ধ থাকলেও এসব নৌপথের কোনো প্রান্তেই গাড়ি অপেক্ষা করছে না বলেও জানান তিনি।

Comments

The Daily Star  | English

Beximco workers' protest turns violent in Gazipur

Demonstrators set fire to Grameen Fabrics factory, vehicles, vandalise property

21m ago