সেন্টমার্টিনে প্রতিদিন প্রায় ৩০০০ কেজি প্লাস্টিক বর্জ্য ফেলেন পর্যটকরা

Saintmartin.jpg
প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ছবি: স্টার ফাইল ফটো

ভরা মৌসুমে পর্যটকরা সেন্টমার্টিনে প্রতিদিন প্রায় তিন হাজার কেজি একবার ব্যবহৃত প্লাস্টিক বর্জ্য ফেলেন বলে জানিয়েছে কমিউনিটি ডেভেলপমেন্ট এবং পরিবেশ নিয়ে কাজ করে এমন অলাভজনক সংস্থা দ্য আর্থ।

দ্য আর্থের তথ্যানুসারে, অক্টোবর থেকে মার্চ পর্যন্ত প্রতিদিন প্রায় সাড়ে তিন হাজার থেকে চার হাজার পর্যটক দ্বিপটিতে ঘুরতে যান, কিন্তু ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত ভরা মৌসুমে পর্যটকের সংখ্যা বেড়ে যায়।

দ্য আর্থের সহকারী প্রোগ্রাম ম্যানেজার সিনথিয়া তাবাসসুম বলেন, 'সেন্টমার্টিন দ্বীপে পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং স্থানীয় জনসংখ্যাও অনেক বেড়েছে।'

গত বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড (বিটিবি) আয়োজিত 'প্লাস্টিকমুক্ত সেন্টমার্টিন' বিষয়ক প্যানেল আলোচনায় তিনি এসব তথ্য তুলে ধরেন।

সিনথিয়া তাবাসসুম জানান, বাংলাদেশের উপকূলীয় এলাকা দিয়ে বছরে প্রায় ৮৭ হাজার টন প্লাস্টিক বর্জ্য সমুদ্রে ফেলা হয়।

বেশিরভাগ বর্জ্য পদ্মা, যমুনা ও মেঘনা নদীতে ফেলা হয়, যা বঙ্গোপসাগরে গিয়ে মেশে বলেও জানান তিনি।

তবে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) সভাপতি শিবুল আজম কোরেশী বলেন, 'সেন্টমার্টিনে প্রতিদিন প্রায় দুই হাজার পর্যটক যায়।'

'ভরা মৌসুমে সাপ্তাহিক ছুটির দিনে পর্যটকের সংখ্যা বাড়ে এবং কখনো কখনো তা চার হাজার ছাড়িয়ে যায়। অন্যথায় এ সংখ্যা দুই হাজারের কাছাকাছি থাকে', বলেন তিনি। 

Comments

The Daily Star  | English

The end of exemption?

TRIPS waiver end poses dual challenge: legal and technological

20h ago