আজও ঢাকার বাতাস সবচেয়ে দূষিত

দূষিত বাতাস
স্টার ফাইল ফটো

সবচেয়ে খারাপ বাতাসের গুণমান নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় আবারও শীর্ষে উঠে এসেছে ঢাকা।

আজ বৃহস্পতিবার সকালে একিউআই সূচকে ঢাকার বাতাসের এই মান নির্ধারণ করা হয়।

এতে দেখা যায় সকাল ৯টায় বাতাসের গুণমান সূচক (একিউআই) স্কোর ৩৯২ নিয়ে ঢাকার বাতাস সবচেয়ে দূষিত। বিশ্বে বায়ুদূষণের শহরের তালিকায় প্রথম স্থানে অবস্থান করছে।

দূষণের তালিকায় মঙ্গোলিয়ার উলানবাটার, ভারতের কলকাতা এবং পাকিস্তানের লাহোর যথাক্রমে ২২৯, ২১৫ এবং ২০৬ একিউআই স্কোর নিয়ে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে।

যখন কণা দূষণের একিউআই মান ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকে তখন বায়ুর গুণমানকে 'মাঝারি' বলে বিবেচনা করা হয়।

একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে 'সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর' হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়। ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে 'অস্বাস্থ্যকর' হিসেবে বিবেচিত হয়।

আর সূচক ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে 'খুব অস্বাস্থ্যকর' বলে মনে করা হয়।

এছাড়া ৩০১ এর বেশি হলে 'বিপজ্জনক' হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বাংলাদেশে একিউআই সূচক পাঁচটি দূষণের ওপর নির্ভরশীল। সেগুলো হলো-বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন।

ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণজনিত সমস্যায় জর্জরিত। এর বায়ুর গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে ওঠে এবং বর্ষাকালে উন্নত হয়।

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (ডব্লিউএইচও) মতে, বায়ু দূষণের কারণে প্রতি বছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়। বায়ুদূষণে কারণে প্রধানত স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণ থেকে মৃত্যুর হার বাড়ে।

Comments

The Daily Star  | English

Operation Devil Hunt: 1,308 arrested so far

274 people were arrested from metropolitan cities, while 1,034 were detained from different parts of the country

41m ago