বৃষ্টির পরও আজ বিশ্বে দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকা তৃতীয়

ফাইল ছবি। ইউএনবি থেকে নেওয়া

সোমবার সকালে ঢাকার বাতাস 'অস্বাস্থ্যকর' হিসেবে চিহ্নিত করা হয়েছে। আজ (২৫ মার্চ) সকাল ৯টা ৫ মিনিটে একিউআই সূচক ১৮১ নিয়ে বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা।

এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, আজ ঢাকার বাতাসকে 'অস্বাস্থ্যকর' শ্রেণিকরণ করা হয়েছে।

পাকিস্তানের লাহোর, ভারতের দিল্লি ও আলজেরিয়ার আলজিয়ার্স যথাক্রমে ২১৩, ১৯৭ ও ১৭১ একিউআই স্কোর নিয়ে প্রথম, দ্বিতীয় ও চতুর্থ স্থান দখল করেছে।

১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে বাতাসের মান 'সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর', ১৫০ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে 'অস্বাস্থ্যকর' বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০ এর মধ্যে 'খুব অস্বাস্থ্যকর' বলা হয়, ৩০১+ একিউআই স্কোরকে 'ঝুঁকিপূর্ণ' হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো—বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

দীর্ঘদিন ধরে বায়ুদূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে ঢাকাসহ দেশের অন্যান্য এলাকায়। সবশেষ গতকাল সন্ধ্যায়ও ঢাকায় কয়েক ঘণ্টা বর্ষণ হয়।

Comments

The Daily Star  | English

Hasina oversaw July protest killings: UN

Human rights office also finds systematic abuse by former ministers, security agency officials, AL leaders

7h ago