জীববৈচিত্র্য রক্ষায় টাঙ্গুয়ার হাওরে হাউসবোট প্রবেশ নিষিদ্ধ

ছবি: শেখ মেহেদী মোর্শেদ

প্রাকৃতিক জীববৈচিত্র্য রক্ষা ও পরিবেশ-প্রতিবেশের ক্ষতি রোধে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে 'হাউসবোট' প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন।

গতকাল রোববার জেলা প্রশাসকের রুটিন দায়িত্বে থাকা মোহাম্মদ রেজাউল করিম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাওরের ওয়াচ টাওয়ার ও আশপাশের এলাকায় 'হাউসবোট' প্রবেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষেধ করা হয়েছে।

একইসঙ্গে পরিবেশের জন্য ক্ষতিকর যাবতীয় কার্যকলাপ থেকে সবাইকে বিরত থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে সুনামগঞ্জ জেলার অন্যান্য পর্যটন স্পট ভ্রমণের ক্ষেত্রে জেলা প্রশাসন থেকে বিভিন্ন সময়ে জারি হওয়া নির্দেশনা অবশ্যই মেনে চলার পরামর্শ দেওয়া হয়।

এসব নির্দেশনা না মানলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Comments

The Daily Star  | English
Curfew in Gopalganj after clash

Curfew in Gopalganj after 4 die in clash

The curfew will be in effect until 6:00pm tomorrow

3h ago