হালদা থেকে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

হাটহাজারীর ফরহাদাবাদ ইউনিয়নে হালদা পাড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের হালদা নদীর একটি শাখা খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি বালুবোঝাই একটি ট্রাক জব্দ করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত মো. রাসেল ফটিকছড়ি উপজেলার সুয়াবিল এলাকার বাসিন্দা।

রোববার হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নে হালদা পাড়ে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।

আদালত পরিচালনা করেন হাটহাজারীর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল আলম।

তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, 'অনুমোদন ছাড়া বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে অভিযুক্তকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। হালদা গুরুত্বপূর্ণ একটি নদী। এই নদী রক্ষায় জেলা প্রশাসক চট্টগ্রামের নির্দেশে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।'

Comments

The Daily Star  | English