গাছ পাচারে বনের ভেতর রাস্তা-সেতু

গাছ পাচারের জন্য তৈরি রাস্তা ও সেতু ধ্বংস করছে বন বিভাগের কর্মীরা। ছবি: সংগৃহীত

গাছ পাচারের জন্য বনের ভেতর তৈরি করা সড়ক ও ৪টি সেতু ধ্বংস করে দিয়েছে বন বিভাগের কর্মকর্তারা।

গতকাল বুধবার চট্টগ্রামের হাটহাজারীর মন্দাকিনী বিটের ধইল্লাছড়ি এলাকার এসব সেতু ও সড়ক ধ্বংস করা হয়।

বন বিভাগের হাটহাজারীর সহযোগী রেঞ্জার ফজলুল কাদের চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, 'গাছ পাচারকারীরা কাঠ দিয়ে এসব সেতু ও রাস্তা নির্মাণ করেছিল, যেন বন থেকে সহজে গাছ পাচার সম্ভব হয়। গোপন সংবাদ পেয়ে আমরা সেতুগুলো ধ্বংস করেছি। পাশাপাশি জড়িতদের চিহ্নিত করার চেষ্টা করছি।'

Comments

The Daily Star  | English

Cybergangs breaking into NBR server at will

On May 20, 2024, Chattogram Custom House Deputy Commissioner Mohammad Zakaria was in Kolkata, India, where he had gone for treatment a week earlier.

14h ago