তাপ বিদ্যুৎ কেন্দ্রের কারণে বুড়িশ্বর নদীর দখল-দূষণ রোধে উঠান বৈঠক

ছবি: সংগৃহীত

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও ওয়াটার কিপার্স'র উদ্যোগে চায়না-বাংলাদেশ তাপ বিদ্যুৎ কেন্দ্রের কারণে বুড়িশ্বর নদীর দখল ও দূষণ রোধে করণীয় শীর্ষক উঠান বৈঠক হয়েছে।

গতকাল শুক্রবার বিকেল ৪টায় বরগুনার তালতলীর নিশান বাড়িয়া ইউনিয়নের তাপবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন মাঝের গ্রামে এ উঠান বৈঠক হয়।

উঠান বৈঠকে উম্মুক্ত আলোচনায় বক্তব‌্য রা‌খেন বাপার আমতলী, তালতলী এলাকার সমন্বয় আরিফুর রহমান, নিরাপদ সড়ক চাই তালতলীর আহ্বায়ক নজরুল ইসলাম খান লিটু, বন্যপ্রাণী সংরক্ষণ বরগুনা জেলার সহ-সভাপতি সাকলাইন সজীব, প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, নিশান বাড়িয়ায় তাপ বিদ্যুৎ কেন্দ্র হওয়ার কারণে, এই এলাকা হুমকির মুখে পড়েছে। শুভসন্ধ্যা সমুদ্র সৈকত ভেঙে যা‌চ্ছে, ফারির খালের স্লুইসগেট বন্ধ হয়ে গেছে। জেলেরা নদীতে মাছ ধরতে পারছে না।

জলাবদ্ধতা তৈরি হয়ে ফসলি জমির পানির নিষ্কাশন সমস্যা হচ্ছে। তাই পরিবেশ বাঁচাতে তাপ বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করতে সরকারের কাছে অনুরোধ করা হয়।

Comments

The Daily Star  | English
Tariffs

Economic lessons from the tariff war

Our understanding of tariffs might not be complete.

10h ago