কুমিল্লায় নির্যাতিত হাতিটি উদ্ধার করল বন বিভাগ
কুমিল্লার দেবিদ্বার থেকে নির্যাতনের শিকার একটি হাতিকে উদ্ধার করেছে বন বিভাগের কর্মকর্তারা। ওই হাতিটিকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
স্থানীয়দের সহায়তায় বন বিভাগ রাতভর চেষ্টার পর আজ বৃহস্পতিবার ভোরে মুরাদনগর উপজেলার সোনাউল্লাহ গ্রাম থেকে হাতিটি উদ্ধার করে।
বন বিভাগের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
হাতিটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, হাতিটিকে গাজীপুরের সাফারি পার্কে পাঠানো হয়েছে।
ইতোমধ্যে হাতিটির মালিককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এর আগে সোমবার কুমিল্লার দাউদজান্দি উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কাছে হাতিটিকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ঘটনাটি নজরে এলে অন্তর্বর্তী সরকারের পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দ্রুত হাতিটিকে উদ্ধারের নির্দেশ দেন।
Comments