রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে টারবাইন স্থাপন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ভেতরে কাজ করছেন প্রকৌশলীরা। ছবি: রোসাটম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের টারবাইন স্থাপনের কাজ সফলভাবে শেষ হয়েছে। এর মাধ্যমে প্রকল্পটিতে বিদ্যুৎ উৎপাদন শুরুর আরও একটি ধাপ সম্পন্ন হলো। 

গতকাল মঙ্গলবার রাতে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশনের (রোসাটম) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে টারবাইন স্থাপনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ও চূড়ান্ত ধাপ সম্পন্ন হয়েছে। এই ধাপে টারবাইন সেটটিকে বারিং গিয়ারের ওপর নির্ভুলভাবে বসানো হয়েছে। স্থাপন পরবর্তী পরীক্ষাকালে টারবাইনের শ্যাফট ধীরগতিতে ঘোরানো হয়। 

পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের স্টার্টআপ এবং শাটডাউনের সময় টারবাইন রোটরের যথাযথ অ্যালাইনমেন্ট ও ভারসাম্য নিশ্চিত করে।

পরীক্ষাকালে বিশেষজ্ঞরা টারবাইন সেটের সংযোজনের উচ্চমান এবং নিখুঁত অ্যালাইনমেন্টের ব্যাপারে নিশ্চিত হন। 

বাংলাদেশ প্রকল্পের জন্য এটমস্ত্রয় এক্সপোর্টের ভাইস-প্রেসিডেন্ট আলেক্সি দেইরী বলেন, 'রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটের টারবাইন স্থাপনের কাজ সফলভাবে শেষ হওয়ার বিষয়টি স্টার্টআপের পূর্বে একটি অতি গুরুত্বপূর্ণ ধাপ। টারবাইন সেটের স্থাপন এবং কন্ট্রোল পরীক্ষার মাধ্যমে যন্ত্রপাতির সংযোজনের উচ্চমান ও এগুলোর নির্ভরযোগ্যতা নিশ্চিত করা হয়েছে এবং এর মধ্য দিয়ে গুরুত্বপূর্ণ ধাপটি শেষ হয়েছে।' 

রাশিয়ার প্রযুক্তিতে পাবনার রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুটি এক হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন রি-অ্যাক্টর স্থাপন করা হবে।

Comments

The Daily Star  | English

Kuet students set fire to symbolic VC chair

The ongoing protests stem from a clash between two student groups on February 18

1h ago