১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বেড়ে ১৪২১ টাকা

প্রতি কেজি এলপিজির দাম ১১৮ টাকা ৪৪ পয়সা নির্ধারণ করা হয়েছে...
এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম

দেশে ১২ কেজির তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সিলিন্ডারের দাম ভোক্তাপর্যায়ে ৪৪ টাকা বাড়িয়ে এক হাজার ৪২১ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

আজ সোমবার সন্ধ্যা ৬টা থেকে ঘোষিত নতুন দর কার্যকর হবে।

বিইআরসি এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রতি কেজি এলপিজির দাম ১১৮ টাকা ৪৪ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা গত মাসে ছিল ১১৪ টাকা ৭৯ পয়সা।

যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম পড়বে প্রতি লিটার ৬৫ টাকা ২৬ পয়সা, যা গত মাসে ছিল ৬৩ টাকা ২১ পয়সা।

 

Comments