বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহকারী ৫ ভারতীয় প্রতিষ্ঠানের পাওনা ১ বিলিয়ন ডলার: ইকোনমিক টাইমস

প্রতীকী ছবি | সংগৃহীত

বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহকারী পাঁচ ভারতীয় প্রতিষ্ঠানের পাওনা এক বিলিয়ন ডলারের বেশি।

বিষয়টি সম্পর্কে অবগত শিল্প কর্মকর্তাদের বরাত দিয়ে আজ মঙ্গলবার ইকোনমিক টাইমস এ তথ্য জানিয়েছে।

প্রতিষ্ঠানগুলোর নির্বাহীদের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণেই বকেয়া থাকা সত্ত্বেও ভারতীয় বিদ্যুৎ প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেনি।

বকেয়া এই অর্থের মধ্যে প্রায় ৮০০ মিলিয়ন পাবে আদানি পাওয়ার। ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডায় স্থাপিত এক হাজার ৬০০ মেগাওয়াট কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি করে প্রতিষ্ঠানটি।

গত ৩০ জুন পর্যন্ত এসইআইএল এনার্জি ইন্ডিয়ার পাওনা প্রায় ১৫০ মিলিয়ন ডলার। বাংলাদেশের সঙ্গে প্রতিষ্ঠানটির ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ ক্রয় চুক্তি আছে।

ভারতের রাষ্ট্রায়ত্ত এনটিপিসি তিন বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে প্রায় ৭৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করে। প্রতিষ্ঠানটির পাওনা প্রায় ৮০ মিলিয়ন ডলার।

ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুসারে, গত ২৫ আগস্ট পর্যন্ত ভারতের পাওয়ার ট্রেডিং করপোরেশনের (পিটিসি) বাংলাদেশের কাছে পাওনা জমেছে ৪৬ মিলিয়ন ডলার।

এ ছাড়া, ভারতের রাষ্ট্রীয় মালিকানাধীন পাওয়ার গ্রিড করপোরেশন অব ইন্ডিয়া লিমিটেড বাংলাদেশের কাছে ২০ মিলিয়ন ডলার পাবে।

Comments

The Daily Star  | English

UN report on mass uprising: What lies ahead for AL?

Find out more with Tanim Ahmed in today's Star Explanations

3h ago