ওয়ার্কওভার করা কূপ থেকে দৈনিক মিলছে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস
তিতাস গ্যাস ক্ষেত্রের ওয়ার্কওভার করা ১৪ নম্বর কূপ থেকে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। আজ শনিবার বিকেল ৪টায় এই কূপ থেক জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়। কূপটি থেকে দৈনিক প্রায় ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে।
জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাপেক্সে বিজয়-১১ রিগ দিয়ে গত ১৯ মার্চ ওয়ার্কওভার কাজ শুরু করে। এই কাজ শেষ হয় গত ২১ মে। এতে খরচ হয়েছে ৭৫ কোটি টাকা। দৈনিক ১০-১২ মিলিয়ন ঘনফুট হারে গ্যাস উত্তোলন করলে আনুমানিক ১০ বছরে কূপটি থেকে মোট ৪০ বিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে। গ্রাহক পর্যায়ে প্রতি ঘনমিটার গ্যাসের দাম ২২.৮৭ টাকা হিসাবে এর মূল্য দাঁড়ায় ২ হাজার ৫৯০ কোটি টাকা।
বর্তমানে দেশে দৈনিক গ্যাসের চাহিদা ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট। স্থানীয়ভাবে ২ হাজার ২০১ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন হচ্ছে।
Comments