১২ কেজি এলপিজির দাম ৪৯ টাকা কমে ১৩৯৩

প্রতীকী ছবি

দেশে ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম প্রতি কেজির মূল্য ১২০ টাকা ১৮ পয়সা থেকে চার টাকা ১০ পয়সা কমিয়ে ১১৬ টাকা আট পয়সা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এতে ১২ কেজি এলপিজির দাম ৪৯ টাকা কমে দাঁড়াল এক হাজার ৩৯৩ টাকায়।

আজ বৃহস্পতিবার বিইআরসি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন দাম জানানো হয়। নতুন দাম আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

এর আগে এপ্রিলে ১২ কেজি এলপিজির দাম ছিল এক হাজার ৪৪২ টাকা। আর মার্চে ছিল এক হাজার ৪৮২ টাকা।

Comments