গ্যাস বিক্রি বাবদ তিতাসের বকেয়া ৬ হাজার ৭০১ কোটি টাকা

গত ২০ মাসে তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি সারাদেশে অভিযান চালিয়ে ৬ লাখ ২ হাজার ৮৮৪টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে, যার মোট দৈর্ঘ্য ৬৬৮ কিলোমিটার।

মোট ২৮ হাজার ৩৯৮টি অভিযান পরিচালনায় মোট ব্যয় হয়েছে ৬ কোটি ৪৬ লাখ টাকা। আদায় করা হয়েছে ৩১২ কোটি টাকার বেশি বিল এবং জরিমানা করা হয়েছে ৯১ কোটি ২৫ কোটি টাকা।

আজ সোমবার রাজধানীর তিতাস কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ২০২১ সালের অক্টোবর থেকে গত মাস পর্যন্ত হিসাবের এসব তথ্য জানান কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. হারুনুর রশীদ মোল্লাহ্।

তিনি জানান, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কাছে গ্যাস বিক্রি বাবদ তিতাসের বকেয়া রয়েছে ৬ হাজার ৭০১ কোটি টাকা। এর মধ্যে সরকারি প্রতিষ্ঠানের কাছে ১ হাজার ৬৫৭ কোটি টাকা এবং বেসরকারি প্রতিষ্ঠানের কাছে ৫ হাজার ৪৪ কোটি টাকা বকেয়া রয়েছে।

Comments

The Daily Star  | English

Police vehicle torched in Gopalganj

The vehicle was set on fire allegedly by activists of the banned Bangladesh Chhatra League (BCL) in Gopalganj's Ulpur area

27m ago