সেন্টমার্টিনে ঘরবাড়ি বিধ্বস্ত, উপড়ে গেছে গাছপালা
দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে আজ রোববার দুপুর ২টা থেকে ঘূর্ণিঝড় মোখার তাণ্ডব চলছে।
বঙ্গোপসাগরে অবস্থিত ৮ বর্গকিলোমিটার আয়তনের এ দ্বীপটিতে ঘণ্টায় ১৪৭ কিলোমিটার বেগে বাতাস বয়ে যাচ্ছে। তীব্র বাতাসে টিনের চালাসহ দুর্বল স্থাপনাগুলো ভেঙে গেছে, উপড়ে গেছে কয়েকশ গাছপালা। ঝড়ো হাওয়ার পাশাপাশি ভারী বৃষ্টিতে বাইরে বের হতে পারছেন না বাসিন্দারা।
সেন্ট মার্টিনের বাসিন্দা আব্দুল মালেক সেখানকার ক্ষয়ক্ষতির কয়েকটি ছবি দ্য ডেইলি স্টারকে পাঠিয়েছেন।
এর আগে আজ রোববার বিকেলে সেন্টমার্টিনের পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, 'এখনো ঝড় হচ্ছে, প্রচণ্ড বাতাস বইছে। তবে, সেন্টমার্টিনে অবস্থানরত মানুষ নিরাপদে আছেন। আমরা সেখান থেকে বেশ কিছু ভিডিও পেয়েছি, যেখানে দেখা যাচ্ছে যে গাছপালা ভেঙে যাচ্ছে। ঝড় থামলে তারপর আমরা নিরূপণ করতে পারব যে কি পরিমাণ গাছ ভেঙেছে এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে।'
Comments