সাগরে ঘূর্ণিঝড় ‘ফিনজাল’, তামিলনাড়ু উপকূল অতিক্রম করতে পারে শনিবার
দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও এর আশেপাশের এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় 'ফিনজাল' এ পরিণত হয়েছে।
আজ শুক্রবার আবহাওয়া অধিদপ্তর নয় নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
পূর্বাভাস অনুসারে, শনিবার দুপুরের দিকে ফিনজাল উত্তর তামিলনাড়ু উপকূল অতিক্রম করতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ঝড়ের কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
সেই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাস আরও বলছে, শনিবার সারা দেশে দেশের কিছু এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।
Comments