বাড়ছে উজানের পানির চাপ, আরও ২ ইঞ্চি খোলা হলো কাপ্তাই বাঁধের স্পিলওয়ে
কাপ্তাই হ্রদে পানির স্তর বৃদ্ধি পাওয়ায় বাঁধের স্পিলওয়েগুলো (গেট) আরও দুই ইঞ্চি খুলে দেওয়া হয়েছে।
এখন কাপ্তাই বাঁধের স্পিলওয়েগুলো ছয় ইঞ্চি খোলা রয়েছে।
আজ সোমবার সকাল ১০টায় কাপ্তাই হ্রদে পানির পরিমাণ ছিল ১০৮ দশমিক ৮৪ ফুট মীনস সি লেভেল।
কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের জানান, শনিবার দুপুর থেকে প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ রাখার পর সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে কাপ্তাই বাঁধের ১৬টি স্পিলওয়ে আবারও খুলে দেওয়া হয়। কারণ, উজান থেকে নেমে আসা পানির চাপ বাড়ছে হ্রদে।
জানা যায়, কাপ্তাই হ্রদের ধারন ক্ষমতা ১০৯ ফুট মীনস সি লেভেল। শনিবার সন্ধ্যা ৭টায় হ্রদে পানির পরিমাণ ছিল ১০৮ দশমিক ৬০ ফুট মীনস সি লেভেল। তখন বাঁধের ১৬টি স্পিলওয়ে খোলা হয়েছিল চার ইঞ্চি করে।
হ্রদে পানির স্তর বিপদসীমার কাছাকাছি চলে আসায় স্পিলওয়েগুলো ছয় ইঞ্চি পরিমাণে খুলে দেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।
Comments